ফটিকছড়িতে পল্লী বিদ্যুতের অনিয়ম দুর্নীতি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  |  মঙ্গলবার, মে ২৩, ২০২৩ |  ৯:৫৩ অপরাহ্ণ
24ghonta-google-news

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে পল্লী বিদ্যুৎতের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে দাঁতমারা ইউপির হাসনাবাদ গ্রামের ব্যবসায়ী মো: রফিকুল আলম।

সোমবার উপজেলা সদরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো: রফিকুল আলম বলেন- আমি মুদি সহ একাধিক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি। আমি পাশ্ববর্তী বাড়িতে মিটার লাগানোর পর নিকটবর্তী খুঁটিতে কে বি সংযোগ এর জন্য পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করি। কর্তৃপক্ষ ত্রুটিপূর্ণ বলে জানালে আমি এভাবে ৫বার আবেদন করি। পরে আবেদন গৃহীত হলে টাকা জমা করার কথা বলে। প্রথমে ১৩হাজার, এরপর ৫হাজার দেয়ার পরেও তারা আবার আমার কাছ থেকে ২০হাজার টাকা দাবী করে। তবেই সংযোগ পাব বলে জানান। এরপর আমি দাঁতমার সাব জোনাল অফিসের এজিএম মো.শাকিলের সাথে দেখা করলে তিনি ইব্রাহিম দালালের মাধ্যমে ২০হাজার টাকা দাবী করেন। আমি এ টাকা না দিয়ে পূর্বের মিটার যেটি আমার পাশ্ববর্তী বাড়ি হতে স্থানান্তর জন্য প্রস্তাব করি। এতে ক্ষিপ্ত হয়ে ওই মিটার অবৈধ ও এটি সাইড লাইন উল্লেখ করে মিটারটি খুলে নিয়ে যায়। মিটারটি নিতে বাঁধা দিলে শাকিল হোসেনের নির্দেশে বাজারে আমার দোকানের মিটারটিতে কোন বকেয়া বিল না থাকার পরও সম্পূর্ণ অন্যায়ভাবে মিটারটিও খুলে নিয়ে যায়। অথচ মিটারটি আমার জমিদারের নামে। বর্তমানে আমি ১৫দিন বিদ্যুতহীন অবস্থায় আছি। আমার লাখ লাখ টাকার ব্যবসার লোকসান হচ্ছে। অথচ জনশূন্য এলাকায় অবৈধ মিটার স্থাপন করে সাইড কানেকশন দিতে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমি এ অন্যায় অত্যাচারের প্রতিবাদ জানাচ্ছি।  পল্লী বিদ্যুৎ এর মাননীয় চেয়ারম্যান/পরিচালক মহোদয় এর আশু হস্তক্ষেপ কামনা করছি সে সাথে দোষী ব্যক্তিদের তদন্তপূর্বক শাস্তির দাবি জানাচ্ছি।

24ghonta-google-news

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-মোহাম্মদ জানে আলম জনি, মোহাম্মদ গণী, মোহাম্মদ ইসমাইল, নাসরীন সুলতানা প্রমুখ।

24ghonta-google-news
24ghonta-google-news