চট্টগ্রামে রেলওয়ের ২০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

  |  বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ |  ৯:০৬ অপরাহ্ণ
24ghonta-google-news

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৩০ শতক জমি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

24ghonta-google-news

জেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন সিটি কলেজ সংলগ্ন নিউমার্কেট এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করে আসছে একটি চক্র। রেলওয়ে এসব স্থাপনা উচ্ছেদ করতে জেলা প্রশাসনের কাছে আবেদন করে। পরবর্তীতে জেলা প্রশাসক অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশনা দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, উদ্ধার হওয়া জায়গার মূল্য প্রায় ২০ কোটি টাকা। উচ্ছেদের পর জায়গাটি রেলওয়ে কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। অভিযানে পুলিশ, আরএনবি ও রেলওয়ে কর্মকর্তারা উপস্থিত ছিল।

24ghonta-google-news
24ghonta-google-news