বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম হার, হারলো ব্রাজিলও

  |  শুক্রবার, নভেম্বর ১৭, ২০২৩ |  ১০:৩০ পূর্বাহ্ণ
24ghonta-google-news

একরাতে আর্জেন্টিনা, ব্রাজিল দুদলই হেরে গেছে।

বৃহস্পতিবার (বাংলাদেশ সময় আজ সকালে) বুয়েন্স আয়ার্সে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এল মনুমেন্টালে খেলার ৪১ মিনিটে প্রথম গোল করেন বার্সেলোনা লেফটব্যাক রোনাল্ড আরাউহো। ১৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম গোল করলেন তিনি। ৮৭ মিনিটে দারউইন নুনেজ অতিথিদের জয় নিশ্চিত করেন। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে বিপর্যয়ের পর এই প্রথম হারলো মেসিরা।

24ghonta-google-news
24ghonta-google-news

এদিকে বারানকিলায় কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল ১-০ গোলে এগিয়ে ছিল প্রথমার্ধে। কিক অফের চতুর্থ মিনিটেই গোলটি করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। কিন্তু দ্বিতীয়ার্ধে ৭৫ থেকে ৪ মিনিটের মধ্যে দুই গোল করেন লিভারপুল ফরোয়ার্ড লুইস দিয়াজ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।