চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি বিভাগ থেকে দুই দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দালালরা হলো- হাটহাজারী উপজেলার মির্জাপুর এলাকার মৃত মফজল আহম্মদের ছেলে রশিদা বেগম (৬০) ও বোয়ালখালীর সারওয়াতলীর বাবুল দে’র ছেলে রয়েল দে (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি জানান, গতকাল বিকেলে গাইনি বিভাগের সামনে থেকে দুই দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।