ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 নিউজ ডেস্ক |  সোমবার, নভেম্বর ২০, ২০২৩ |  ৭:৫১ অপরাহ্ণ
24ghonta-google-news
বাকলিয়া থানাধীন নতুনব্রীজ গোলচত্তরস্থ দক্ষিন দিকে ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর। ঘটানা স্থান থেকে গতকাল রোববার গতস্তরাত  ২০/১১/২০২৩খ্রিঃ ০২.১৫ ঘটিকার সময় এসআই(নিঃ)/ একেএম জালাল উদ্দিন অফিসার ফোর্সসহ রাত্রীকালীন ফুটপেট্রোল ডিউটি করা কালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বাকলিয়া থানাধীন নতুনব্রীজ গোলচত্তরস্থ দক্ষিন দিকে ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর হইতে  ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেন,তারা হলেন ১। মোঃ সোলায়মান খান( প্রকাশ নাহিদ(৩২), ২। আজিজুল ইসলাম (প্রকাশ  মিলন (২২) তাদের  নিকট হইতে ৩১২০ (তিন হাজার একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি যাত্রবাহী বাসের টিকেট উদ্ধারসহ আসামীদের  গ্রেফতার করেন।
আসামীরগণ কক্সবাজার  থেকে ক্রয় করে
চট্টগ্রাম হইয়া  নারায়ণগঞ্জ উদেশ্য রাওনা মুখি,ডিউটিরত পুলিশ সদস্যগণ নতুন ব্রিজ এলাকা তাদের দেখে সন্দেহ যাগে, সন্দেহের ভিত্তিতে তাদেরকে চেক করা হয়। চেক করে ইয়বা পাওয়া যায়।  আসামীগনে বাড়ি ১/মোঃ সোলায়মান খান প্রঃ নাহিদ(৩২) পিতা-দাউদ খান, মাতা-নাছিমা আক্তার প্রঃ নাসরিন, সাং-আইলপাড়া, পাঠানতলী, ভকেশনাল রোড, থানা-সিদ্ধীরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, ২। আজিজুল ইসলাম প্রঃ মিলন (২২) পিতা-মোঃ আনোয়ার হোসেন, মাতা-রানী বেগম, সাং-পশ্চিম লক্ষীপুর, সালাউদ্দিনের বাড়ী, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর, বর্তমানে সাং-আইলপাড়া, পাঠানতলী,এনায়েতনগর, ভুলু মাষ্টারের বাড়ী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ।বাকলিয়া থানা গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি)-বাকলিয়া থানার মামলা নং-১৮ তারিখ-২০/১১/২০২৩খ্রিঃ,ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণী ১০(খ) রুজু হয়। চট্টগ্রাম জেলা জাজ কোট পাঠানো হয়।