চট্টগ্রামের পটিয়ায় দাঁড়ালো দা দিয়ে এক কৃষককে কুপিয়ে হত্যার করার ঘটনা ঘটেছে।কৃষকের নাম জানিক দে (৭৫)। তিনি উপজেলার কেলিশহর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দারোগাহাট পূর্বপাড়া সচী দে’র পুত্র।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে একই এলাকার রূপাস দে মদপান করে কৃষককে কুপিয়ে পাশ্ববর্তী একটি পুকুরে ফেলে দেন। কৃষকের মরদেহ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ রাত ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করেন।জানা গেছে, উপজেলার কেলিশহর ইউনিয়নের পাহাড়ি এলাকা হয়ে মাদকের চালান বিভিন্ন এলাকায় পাচার হয়। কেলিশহর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সন্ধ্যা নামলেই মদ্যপায়ীদের উৎপাত বেড়ে যায়। শুক্রবার সন্ধ্যায় কৃষক জানিক দে কৃষি কাজ শেষে বাড়ি ফেরার সময় মদ্যপায়ী রূপাস অতর্কিতভাবে দাঁড়ালো দা দিয়ে মাথায় আঘাত করে কৃষককে পাশ্ববর্তী একটি পুকুরে ফেলে দেন। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ কৃষকের মরদেহটি উদ্ধার করেন।এদিকে একই সময়ে দাঁড়ালো দা এর আঘাতে গুরতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন রুপাসের স্ত্রী।
স্থানীয় ব্যবসায়ী ইমন তালুকদার জানান, কেলিশহর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সন্ধ্যা হলেই মদ্যপায়ীদের উৎপাত বেড়ে যায়। প্রতিদিন পাহাড় হয়ে আসে কয়েক হাজার পাহাড়ী চোলাই মদ। তিনি জানান, শুক্রবার মদ্যপায়ী রুপাসের দাঁড়ালো দার কুপে কৃষক মারা গেছেন।পটিয়া থানার ওসি জসীম জানিয়েছেন, স্থানীয় এক কৃষককে কুপিয়ে পানিতে ফেলে দেওয়া হয়েছে। কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় জড়িত রুপাস পলাতক।