চেন্নাই টেস্টের প্রথম দিনের সকালের মতো আজকের সকালটাও ছিল বাংলাদেশের পেসারদের দখলে। কিন্তু বেলা গড়াতেই যেন ভুতূড়ে কাণ্ড এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। পেসারদের কল্যানে ভারতের শক্তিশালী ব্যাটিং অর্ডারকে কাঁপিয়ে দেওয়া বাংলাদেশ ব্যাটিংয়ে নামতেই যেন মুখ থুবড়ে পড়ল।
প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩৭৬ রানের জবাবে খেলতে নেমে মাত্র ১৪৯ রানেই থেমে গেছে টিম টাইগার্সের ইনিংস। প্রতিপক্ষকে ফলো অন না করিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ভারত দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৩ উইকেটে ৮৩ রান করে।
দিন শেষে ভারত এগিয়ে আছে ৩০৮ রানে। হাতে উইকেট আছে এখনো সাতটি। খেলা বাকি আরও তিন দিনের। দেখার বিষয় কত রানে গিয়ে থামে রোহিত শর্মার দল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে টার্গেটটাই বা কততে গিয়ে ঠেকে।