বাংলাদেশ কো অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বচনের অনিয়ম তদন্তে তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা সমবায় অধিদপ্তর। জেলা সমবায় কার্যালয়ের তদন্ত দলের প্রধান (পরিদর্শক) হিমেল দে কে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ কো অপারেটিভ হাউজিং সোসাইটির নেতৃবৃন্দরা বলেন, বিগত সরকারের সময় সোসাইটির সদস্যদের না জানিয়ে অবৈধভাবে দখল করে বেখেছেন বর্তমান অবৈধ কমিটির সভাপতি গিয়াস উদ্দিন এবং সম্পাদক ফরহাদ চৌধুরী। এসময় তারা আরও বলেন, বিগত সরকারের সময়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে তারা বাংলাদেশ কো অপারেটিভ হাউজিং সোসাইটিকে দখল করে রাখেন।
এসময় উপস্থিত ছিলেন সোসাইটির প্রধান সমন্বয়ক জেবল হোসেন, মো: অহিদুল কাদের চৌধুরী, সৈয়দ আজগর হোসেন, এবং বখিতিয়ার উদ্দিন সহ সংগঠনের অন্যন্য সদস্যরা।
জেলা সমবায় কার্যালয়ের তদন্ত দলের প্রধান (পরিদর্শক) হিমেল দে এর কাছে সমন্বয়কদের প্রধান দাবী বর্তমান অবস্থায় প্রশাসক নিয়োগ দিয়ে পরবর্তীতে সকল সাধারন সদস্যদের অংশ গ্রহনের মাধ্যমে সুন্দর পরিবেশে সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিয়ে বাংলাদেশ কো অপারেটিভ হাউজিং সোসাইটিকে অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা।