চট্টগ্রামের পটিয়ায় স্বর্ণের দোকানসহ ৪টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় মার্কেটের দারোয়ান মোহাম্মদ নাছির (৬৫) ও মো: হাসান (৩০) আহত হয়েছেন। আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রশস্ত্রে হয়ে ডাকাতি করে মালামাল লুট করে নিয়ে যায়।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মত দোকানদাররা বাড়ি ফিরে যান। গভীর রাতে ডাকাতদল ২টি মিনি ট্রাক নিয়ে ডাকাতি করে মালামাল লুট করে নিয়ে যায়। খরনা রেলস্টেশন এলাকার মহামায়া জুয়েলার্স, মোরশেদ স্টোর, নিউ শাহ জাহান টেলিকম, নুর আলমের চায়ের দোকানের তালা ভেঙ্গে এ ডাকাতি করা হয়। এসময় নগদ টাকা, স্বর্ণ ও স্বর্ণের সিন্ধুকসহ বিভিন্ন মালামাল লুট করে করে নিয়ে যায়।
স্বর্ণ ব্যবসায়ী সুমন সরকার জানিয়েছেন, গভীর রাতে ডাকাতদল হানা দিয়ে তাদের দোকানের তালা ভেঙে স্বর্ণের সিন্ধুক নিয়ে গেছে। তাদের দোকান থেকে ৬ ভরি ও নগদ ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়৷ রাতে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ করেন। তবে শুক্রবার সকালে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্য জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছেন, তদন্তের কাজ চলমান।