মুক্তিযুদ্ধে সানোয়ার আলীর গৌরব উজ্জ্বল ভূমিকা চট্টগ্রামবাসী আজীবন মনে রাখবে

  |  মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪ |  ৮:৩৩ অপরাহ্ণ
24ghonta-google-news

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের গর্বের ধন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাদের অবদান যুগ যুগ ধরে চির স্মরণীয় হয়ে থাকবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানু ছিলেন একজন সদালাপী ও স্পষ্টবাদী ব্যক্তিত্বের অধিকারী মানুষ। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। রাজনীতির পাশাপাশি শতদল ক্লাবের মত একটি ক্রীড়া ও সামাজিক সংগঠনের কর্ণধার ছিলেন তিনি। মুক্তিযুদ্ধে সানোয়ার আলীর সানুর গৌরব উজ্জ্বল ভূমিকা চট্টগ্রামবাসী আজীবন মনে রাখবে। মৃত্যুর পূর্ব পর্যন্ত দলীয় আদর্শের প্রতি অবিচল থেকে বিএনপিকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন।

তিনি মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জামাল খান আসকার দিঘির পাড়স্থ শতদল ক্লাবের মাঠে মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সানোয়ার আলী স্মৃতি সংসদের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

24ghonta-google-news
24ghonta-google-news

কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাজ্জাদ হোসেন খান ও সৌরভ প্রিয় পালের পরিচালনায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় রুস ব্রেকার দল ৫-১ গোলে আশেকানে সোনার মদিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন তবদিল ও মামুন।

এসময় আবুল হাশেম বক্কর বলেন, সৈয়দ সানোয়ার আলী সানু বিএনপির রাজনীতিতে সকল ধরনের পরীক্ষায় উত্তীর্ণ একজন ত্যাগী নেতা ছিলেন। চট্টগ্রাম নগর বিএনপিকে আজকের এ পর্যায়ে উন্নীত করতে তিনি নিরন্তর কাজ করে গেছেন।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ সানোয়ার আলী স্মৃতি সংসদের সভাপতি আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক সাহেদ বক্স, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলি চৌধুরী। বক্তব্য রাখেন সমাজ সেবক ও রাজনীতিবিদ আব্দুল আহাদ স্বপন, কামাল হোসেন, আশরাফুজ্জামান স্বপন, ফারুক হোসেন স্বপন, হাসানুল করিম চৌধুরী, মঞ্জুর আহমেদ, মো. সেলিম, দেলোয়ার হোসেন, মরহুমের সন্তান সৈয়দ সাফওয়ান আলী, তাসলিমা আহমেদ, মো. জিয়া, জুলফিকার হোসেন কামাল, কিং মোতালেব, শাহ নেওয়াজ, মো. সুমন, সৈয়দ মোহাম্মদ সাহেদ, মো. রুবেল, শাহ সাবাহ আনি, আকিল মাহমুদ সিহাব, মো. ফারুক, পরিচালনা কমিটির রুবেল হোসেন, সাব্বির ওসমানী, ইমরান হোসেন, মোবারক হোসেন, নুর হোসেন, হেলাল উদ্দিন মিয়া, রুহুল আমিন, রাসেল, সাদ্দাম, আক্তার হোসেন প্রমূখ।