চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি আশ্রয়ণ প্রকল্পে স্থাপিত স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
১৪ নভেম্বর (বৃহস্পতিবার) উপজেলার পাইন্দং ইউনিয়নস্থ ডলু সরকারি আশ্রয়ণ প্রকল্পে ফিতা কেটে স্কুলটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চট্টগ্রাম । তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের সম্পদ। তাদের বাসযোগ্য পৃথিবী গড়তে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। স্বপ্নযাত্রা স্কুলের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের চালিকাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলার পাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ছরোয়ার হোসেন স্বপন, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মামুদুর রহমান।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন ও উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ। পরে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে তিনি চা–শ্রমিকদের মাঝে ঘর হস্তান্তর এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রণোদনা প্রদান করেন। শেষে শফিকুন নুর মাওলা (বীর প্রতীক) মিলনায়তনে বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক।