বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে গুলি করে হত্যার অভিযোগে পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী তৌহিদুল ইসলাম প্রকাশ হরি তৌহিদ প্রকাশ ফরিদকে (৩২) গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তৌহিদুল ইসলাম প্রকাশ হরি তৌহিদ প্রকাশ ফরিদ, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন শমশের পাড়ার বড় পুকুর পাড় এলাকার মনু সওদাগরের বাড়ির সেকান্দরের ছেলে।
শনিবার (২৩ নভেম্বর) নগরের দামপাড়ায় চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) এক প্রেস বিফিংয়ে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তৌহিদকে গ্রেপ্তার করা হয়। গত ৪ আগস্ট নগরের চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করার কথা স্বীকার করেছে তৌহিদ। ওই দিন একাই ২৮ রাউন্ড গুলি ছোড়ে সে। তার ব্যবহৃত এই অস্ত্র ও গুলি উদ্ধার করতে আমাদের অভিযান চলমান আছে।’
এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘তাকে (গ্রেপ্তার আসামি) জিজ্ঞাসাবাদে সে জানায় তার ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানি শুটারগান এবং তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। যেগুলো উদ্ধারের জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা মো. রইছ উদ্দিন বলেন, ‘তার রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে সে একজন পেশাদার সন্ত্রাসী এবং ছিনতাইকারী
সিএমপি সূত্রে আরও জানা যায়, চান্দগাঁও থানায় ৫টি হত্যা মামলাসহ সর্বমোট ১২টি মামলার আসামি ফরিদ।