চট্টগ্রামে প্রথম আলো-ডেইলি স্টারের বিরুদ্ধে বিক্ষোভ

  |  সোমবার, নভেম্বর ২৫, ২০২৪ |  ৯:১০ পূর্বাহ্ণ
24ghonta-google-news

ওলামা-জনতা ঐক্য পরিষদের ব্যানারে চট্টগ্রামে প্রথম আলো-ডেইলি স্টারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন একদল ব্যক্তি। চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট ও হাটহাজারী মাদরাসা এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। রোববার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে তারা মিছিল শুরু করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, রাত ৮টার দিকে অন্তত দুই শতাধিক লোক নগরীর দুই নম্বর গেট এলাকা অংশ থেকে মিছিল করে প্রবর্তক মোড় জড়ো হন। এ সময় তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে নানারকম স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

24ghonta-google-news
24ghonta-google-news

ওসি আরও বলেন, মিছিলকারীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ছিলেন। তাদের সঙ্গে অপরিচিত অনেককেও দেখা গেছে। বর্তমানে প্রথম আলো কার্যালয়ের পাশে পুলিশ অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এদিকে রাত ১০টার দিকে হাটহাজারী মাদরাসা এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীসহ একদল লোক। এ সময় তারা প্রথম আলো-ডেইলি স্টারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

জানা যায়, রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ‘জোড়া গরু জবেহ’ কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙের একটি গরু জবাই করেন। এদিন, সন্ধ্যার পর দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া দেয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করতে দেখা যায়।