রাউজানে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক নিহত

 নেজাম উদ্দিন রানা |  শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪ |  ৫:৩৯ অপরাহ্ণ
24ghonta-google-news

চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মোঃ আবদুল কাদের (৩১) নামের এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাউজান পৌরসভার বেরুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

24ghonta-google-news
24ghonta-google-news

নিহত গাড়ি চালক চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে যাত্রী নিয়ে রাউজানে এসেছিলেন সিএনজি অটোরিকশা চালক আবদুল কাদের। চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাউজান পৌরসভার বেরুলিয়া এলাকায় সড়কের পাশেই নিজের গাড়ী বন্ধ করে বসা অবস্থায় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটি ধাক্কা দিলে গুরুতর আহত হন চালক আবদুল কাদের। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে ছুটে এসে আহাজারিতে ফেটে পড়েন।

রাউজান হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাকের ধাক্কায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।