অনুসন্ধানী লেখক সম্মিলন ২০২৪-এ বক্তারা প্রাচীন বাংলা ও বাংলা সাহিত্যের সমৃদ্ধির ইতিহাস বিশ্বব্যাপী তুলে ধরতে লেখক-গবেষকদের আহ্বান জানিয়েছেন।
সম্মিলনে বক্তারা প্রাচীন বাংলা ও বাঙালি জাতির অস্তিত্বের ইতিহাস থেকে আজ পর্যন্ত বাংলা ভাষায় গৌরবান্বিত ভাষা সাহিত্যের ইতিহাস আমাদেরকে সমৃদ্ধির পথে এনেছে। সেই গৌরবান্বিত কবি-সাহিত্যিক, লেখক-গবেষক ও সমাজ-সংস্কারকদের গুণকীর্তন বন্দনা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের পুণ্যভূমি প্রাচীন চট্টগ্রাম থেকে বাংলা ভাষার কবি আবদুল হাকিম, মহাকবি আলাওল, কবি মাগন ঠাকুর, কবি রহিমুন্নেসা, মহাকবি নবীনচন্দ্র সেন, আবদুল করিম সাহিত্যবিশারদ, খান বাহাদুর হামিদুল্লাহ খাঁ, মাওলানা আবুল হাসান, মীর মোহাম্মদ সাইদসহ অসংখ্য কালজয়ী কবি তাঁদের সাহিত্যচর্চার মাধ্যমে বাংলা ও বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে সম্মানের সহিত প্রতিষ্ঠা করেছেন।
সম্মিলনে বাংলা সাহিত্যের এই বরপুত্রদের বিশ্বজনীন তাঁদের কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান। সম্মিলনে ‘প্রাচীন চট্টগ্রাম মুসলমান সভ্যতা বিকাশ ও বার আউলিয়ার চট্টগ্রাম’ শিরোনামে পর্ববিশেষ সেমিনারে চট্টগ্রামে বার আউলিয়ার অবদানের কথা তুলে ধরা হয়। বার আউলিয়ার এই চট্টগ্রামে মুসলমান মিশনারী, সুফি, দরবেশ, সাধকগণ ভিন দেশ থেকে এসে এই অঞ্চলে শান্তির ধর্ম ইসলাম ও মুসলমান বিকাশে অবদান রেখেছেন। তাঁদের অন্যতম হযরত বদর পীর, মোহছেন আউলিয়া, শাহ চাঁদ আউলিয়া, শাহ আমানত, কাতাল পীর, শাহজাহান, গরিবুল্লাহ শাহ, শাহ ওমর উল্লেখযোগ্য। বিশ্ববাংলা সাহিত্য মজলিস-এর আয়োজনে অনুসন্ধানী লেখক সম্মিলন ২০২৪-এ বক্তারা উপরোক্তগুলো বলেছেন।
বিশিষ্ট প্রাবন্ধিক ও ইতিহাসসচেতন লেখক মো. হাবিবুর রহমান (এমএ)’র সভাপতিত্বে সম্মিলনের উদ্বোধক করেন চট্টগ্রাম আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘরের উপপরিচালক কাম কিপার ড. আতাউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব বিশিষ্ট লেখক গবেষক মো. কামাল উদ্দিন। বিশ্ববাংলা সাহিত্য মজলিসের পরিচালক ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাসগবেষক অধ্যাপক আবু তালেব বেলাল, সামাজিক সংগঠন বাতিঘর-আনোয়ারার প্রধান পরিচালক শিক্ষাবিদ বেলাল হোসেন, বিশিষ্ট প্রাবন্ধিক ও ব্যাংকার একরাম হোসেন, অধ্যাপক জীতেন্দ্রলাল বড়ুয়া, কবি জয়নুল আলম, গাজী ইসলামাবাদী,বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানা, সুফি ওমর ফারুক, বাংলাদেশ ইতিহাস সমিতির মহাসচিব মাস্টার আবুল হোসাইন, নাজমুল হক শামীম, এম এইচ সোহেল, দেলোয়ার হোসেন মানিক, লেখক হানিফ মান্নান কাদেরী, প্রাবন্ধিক নেছার আহমদ খান, এড. মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, মো. তারিফ হোসেন, জি এম মামুন, সাংবাদিক নুরুল ইসলাম রিপন প্রমুখ।