সীতাকুণ্ডে একটি তেলের বাউচারের ভিতর থেকে নুরুল ইসলাম (২২) নামের রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার সময় সীতাকুণ্ড পৌরসভার বটতল এলাকায় সীতাকুণ্ড ফিলিং স্টেশনে রাখা উক্ত তেলবাহী ট্যাংকলরী থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নুরুল ইসলাম ফেনী জেলার সোনাগাজী থানার মহেশ্বর গ্রামের বদিয়াল জামানের পুত্র। জানা যায়, রাতে একটি ফিলিং স্টেশনে তেলের বাউচারটি রেখে ড্রাইভার বাবুল পালিয়ে যায়।
দীর্ঘক্ষণ গাড়িটি পড়ে থাকতে দেখে ফিলিং স্টেশনের লোকজন গাড়িতে উঁকি দিয়ে দেখতে পান ড্রাইভারের পিছনের সিটে কম্বল পেঁচানো অবস্থায় রক্তাক্ত যুবকের লাশ দেখে বিষয়টি থানাকে অবহিত করলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বলেন, ফিলিং স্টেশনে পার্কিং করা লরির ভেতরে লাশ আছে এমন তথ্যের ভিক্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। ঘটনাটি হত্যা না দুর্ঘটনা, সে সম্পর্কে তাঁরা নিশ্চিত হওয়া যায়নি। ড্রাইভার পালাতক রহিয়েছে।