২০০ রানে অলআউট হয়ে ১৩৫ রানে জয়ের গল্প

 খেলা ডেস্ক |  বুধবার, জানুয়ারি ১৯, ২০২২ |  ১:১১ অপরাহ্ণ
24ghonta-google-news

২০০ রানে অলআউট হয়েও ১৩৫ রানের বড় জয়! শুনতে অবাক লাগলেও ঠিক এমনটাই ঘটেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আফগানিস্তান বনাম পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছিল আফগান ব্যাটাররা। তাদের আসা-যাওয়ার মিছিলে একসময় এমন আশঙ্কাই চেপে বসেছিল যে, হয়তো অপেক্ষাকৃত দুর্বল দল পিএনজির কাছে ম্যাচটি হারতেই যাচ্ছে রশিদ-নবীদের উত্তরসূরিরা।

24ghonta-google-news

তবে ব্যাটসম্যানরা হতাশ করলেও আফগান বোলারদের দৃঢ়তায় প্রমাণ করল, কোনো অঘটনের শিকার হতে বিশ্বকাপ খেলতে আসেনি তারা। ৫০ ওভারের ম্যাচে মাত্র ২০০ রানের অল্প পুঁজি নিয়েও ১৩৫ রানের বড় জয় তুলে নিয়েছে আফগানরা।

ত্রিনিদাদে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৩৮.২ ওভার খেলে স্কোরবোর্ডে ২০০ রান তুলেই অলআউট হয়ে যায় আফগান যুবারা। অধিনায়ক সুলেমান শফি নিজেদের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন। এ ছাড়া ৪৫ রান করেন ইজাজ আহমেদজাঈ। এ ছাড়া তৃতীয় সর্বোচ্চ করেন খাইবার আলি। তিনি করেন ৩০ রান।

আফগান ব্যাটিং অর্ডারে ধস নামান পিএনজির বোলার কাটেনালাকি সিঙ্গি। ৫ ওভার বল করে এক মেডেনসহ ১৮ রানের বিনিময়ে ৪টি উইকেট লাভ করেন তিনি। এ ছাড়া ৩টি উইকেট শিকার করেন রাসান কেভাউ। আর দুটি উইকেট নেন আউ ওরু।

বল হাতে আশাজাগানিয়া শুরু হলেও রান তাড়া করতে নেমে খেই হারিয়ে ফেলে আফ্রিকার দেশটি। ২০.৫ ওভার খেলে মাত্র ৬৫ রানেই অলআউট হয়ে যায় তারা।

আফগানদের পক্ষে ১৪ রানে ৩ উইকেট নেন ইজহারুলহক নাভিদ। এ ছাড়া দুটি করে উইকেট লাভ করেন নাঙ্গিয়াল খান, নাভিদ জাদরান এবং নূর আহমেদ। পাশাপাশি একটি উইকেট নেন বিলাল সামির।

এন-কে

24ghonta-google-news
24ghonta-google-news