ইলন মাস্ক আদৌ ৪৪ বিলিয়ন বা ৪ হাজার ৪০০ কোটি ডলার খরচ করে টুইটার কিনতে পারবেন কিনা তা নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জল্পনা চলছে।
এর প্রভাবে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমটির শেয়ারের দাম মাস্কের অধিগ্রহণের চুক্তি ঘোষণার পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার প্রধান নির্বাহীর কাছে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার বিক্রি করতে সোমবার রাজি হয় কোম্পানির পরিচালনা পর্ষদ।
কিন্তু মাস্কের কাছে এত বেশি নগদ অর্থ আছে কি না, টুইটার কিনে নিতে নগদ ২ হাজার ১০০ কোটি ডলার তিনি এখনই পকেট থেকে বের করতে পারবেন কি না, তা নিয়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সংশয় রয়েছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
সেখানে বলা হয়, মাস্ক শেষ মুহূর্তে টেসলার শেয়ার বিক্রি না করার সিদ্ধান্তও নিতে পারেন- এমন সম্ভাবনার কথাও বলাবলি হচ্ছে।