সাংবাদিক সিদ্দিক আহমেদ নীতি-নৈতিকতা ও আদর্শের বটবৃক্ষ ছিলেন–রাউজান প্রেস ক্লাবের অনুষ্ঠানে বক্তারা

 রাউজান) প্রতিনিধি |  রবিবার, মে ৮, ২০২২ |  ৬:৩৫ অপরাহ্ণ
সাংবাদিক সিদ্দিক আহমেদ নীতি-নৈতিকতা ও আদর্শের বটবৃক্ষ ছিলেন--রাউজান প্রেস ক্লাবের অনুষ্ঠানে বক্তারা
24ghonta-google-news

রাউজান প্রেসক্লাবের উদ্যোগে দৈনিক আজাদীর সাবেক সহকারি সম্পাদক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাহিত্যিক,চট্টগ্রামের সক্রেটিস খ্যাত সাংবাদি।

সিদ্দিক আহমেদকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

24ghonta-google-news

৮ মে রবিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক আজাদীর প্রয়াত সহকারি সম্পাদক কৃতি সাংবাদিক ও লেখক সিদ্দিক আহমেদ এর মত নির্লোভ, নির্মোহ ও সাদাসিধে মানুষ বর্তমান সমাজে বিরল। সকলের কাছে তিনি রুচিশীল, নান্দনিক, পরিপাটি মানুষ ছিলেন। সবার সাথে আড্ডায় সিদ্দিক আহমেদ মেতে উঠতেন বয়সের সীমা ডিঙিয়ে। চট্রগ্রামের নবীন প্রবীন সব সাংবাদিকদের কাছে বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষকতা, লেখালেখি ও সাংবাদিকতায় মেধা ও প্রজ্ঞার স্বাক্ষর রেখে সমাজকে আলোকিত করেছেন। তিনি তার কর্মের মাঝে চির জাগরুক থাকবেন।

প্রেসক্লাব সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি সাংবাদিক মীর আসলাম। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম রমজান আলীর সঞ্চালনায়বক্তব্য রাখেন সাংবাদিক সিদ্দিক আহমেদের পুত্র, সহকারি এটর্নী জেনারেল এডভোকেট সাইফুদ্দীন সাইফ, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন, অর্থ সম্পাদক হাবিবুর রহমান,
প্রচার সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমীর হামজা, সদস্য জিয়াউর রহমান, লোকমান আনসারী, শাহাদাৎ হোসেন সাজ্জাদ, রায়হান।

আলোচনা সভা শেষে প্রয়াত সাংবাদিক সিদ্দিক আহমেদের পরিবারের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সহকারি এটর্নী জেনারেল এডভোকেট সাইফুদ্দীন সাইফ।

এন-কে

24ghonta-google-news
24ghonta-google-news