প্রভাস-দীপিকার সায়েন্স ফিকশন থ্রিলারে দিশা

 বিনোদন ডেস্ক |  রবিবার, মে ৮, ২০২২ |  ৭:১৫ অপরাহ্ণ
24ghonta-google-news

অ্যাকশনে ফিরছেন বাহুবলি তারকা প্রভাস। তাঁকে আগামীতে একটি সায়েন্স ফিকশন থ্রিলারে দেখা যাবে, যার নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে সেটি পরিচিত ‘প্রজেক্ট কে’ নামে।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, এই সিনেমায় প্রভাসের নায়িকা দীপিকা পাড়ুকোন। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মেগাস্টার অমিতাভ বচ্চনকে। এ সিনেমায় এবার যোগ দিলেন আবেদনময়ী দিশা পাটানি।

24ghonta-google-news

এ খবর নিশ্চিত করেছেন দিশা পাটানি। খবরে প্রকাশ, নাগ অশ্বিন পরিচালিত এই বড় বাজেটের সিনেমায় দিশা পাটানি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন।

দিশা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ফুলসমেত একটি নোট প্রকাশ করেছেন, যেখানে লেখা—‘স্বাগতম দিশা। প্রজেক্ট কে তোমাকে স্বাগত জানাচ্ছে! তোমাকে পেয়ে আমরা উচ্ছ্বসিত।’

প্রজেক্ট কে প্যান ইন্ডিয়া সিনেমা হতে চলেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক নাগ অশ্বিন এটি পরিচালনা করছেন। বৈজয়ন্তী মুভিসের অশ্বিনী দত্ত সিনেমাটি প্রযোজনা করছেন।

এন-কে

24ghonta-google-news
24ghonta-google-news