চট্টগ্রামের সাতকানিয়ায় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হাদুরু ব্রিজের নিচ থেকে পুলিশ বেলাল নামে এ কিশোরের মরদেহটি উদ্ধার করে।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ বৃহস্পতিবার (১২ মে) সকালে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডেকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।নিহত বেলাল বাঁশখালী উপজেলার জঙ্গলপুরদণ্ডী এলাকার নুরুল আমিনের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মরদেহ উদ্ধারের এ তথ্যটি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান।
তিনি জানান, সকালে থানায় ফোন করে জানানো হয় সাতকানিয়া হাদুরু ব্রিজের নিচে একটি মরদেহ পরে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম।তাৎক্ষনিক মৃত্যুর কারণ জানা যায়নি জানিয়ে উদ্ধারকৃত মরদেহটির সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর তথ্য দেন ওসি। বলেন, রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।