মিরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারইয়ারহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার ( ১৭ মে) পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী ও সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
৯টি ওয়ার্ডের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা স্থান পেয়েছেন তারা হলেন: ১ নং ওয়ার্ডে মোঃ মীর হোসেন মীর আলী সভাপতি, মোঃ জহির উদ্দিন সাধারণ সম্পাদক, ২ নং ওয়ার্ডে শফিকুর রহমান ফরাজি সভাপতি, মীর মোঃ জহির উদ্দিন সাধারণ সম্পাদক, ৩ নং ওয়ার্ডে সেলিম উদ্দিন হাজারী সভাপতি, মোঃ মোশারফ হোসেন সাধারণ সম্পাদক, ৪ নং ওয়ার্ডে মোঃ জাফর আলম লিটন সভাপতি, আবু বক্কর সিদ্দীকি পিন্টু সাধারণ সম্পাদক, ৫ নং ওয়ার্ডে গোলাম রসুল মিয়া মেম্বার সভাপতি, আলমগীর রাসেল মিয়াজী সাধারণ সম্পাদক, ৬ নং ওয়ার্ডে কামরান সরোয়ার্দী সভাপতি, মোজাম্মেল হক সাধারণ সম্পাদক, ৭ নং ওয়ার্ডে মোঃ ইয়াছিন সভাপতি, মোঃ নজরুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ডে আব্দুল্লাহ আল মাসুদ সভাপতি, সালাহ উদ্দিন বাবু সাধারণ সম্পাদক , মোঃ মোমিন উদ্দিনকে সভাপতি ও মোঃ শাহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি জানান, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালি করে আন্দোলনের উপযোগী করে গড়ে তোলার লক্ষে এই নতুন কমিটি।