করোনায় আক্রান্ত ম্যাথুস, গল টেস্ট থেকে বাদ পড়েছেন

 খেলা ডেস্ক |  শুক্রবার, জুলাই ১, ২০২২ |  ১:০০ অপরাহ্ণ
করোনায় আক্রান্ত ম্যাথুস, গল টেস্ট থেকে বাদ পড়েছেন
24ghonta-google-news

শ্রীলঙ্কা দলে বড় ধাক্কা লেগেছে, অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস করোনায় আক্রান্ত হয়েছেন। তাই গল টেস্ট থেকে বাদ পড়েছেন এই তারকা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ম্যাথুসের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তাঁর বদলি হিসেবে খেলবেন ওশাদা ফার্নান্দো।

24ghonta-google-news

এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাঞ্জেলো গতকাল বৃহস্পতিবার অসুস্থ বোধ করায় করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাঁর পজিটিভ আসে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

ম্যাচের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ২১২ রান করে। জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ৩২১ রানে। এখন শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩ রান তুলেছে দুই উইকেট হারিয়ে।

এন-কে

24ghonta-google-news
24ghonta-google-news