আবুধাবী প্রবাসীদের জন্য গোল্ডেন গ্রুপের ইফতার মাহফিল

 এম আবদুল মান্নান |  বুধবার, এপ্রিল ৫, ২০২৩ |  ১০:৩৯ অপরাহ্ণ
24ghonta-google-news

আমিরাত প্রতিনিধি: আবুধাবীর গোল্ডেন গ্রুপ অব কোম্পানীজ এর ব্যবস্থাপনায় প্রবাসীদের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার(৪ এপ্রিল) আবুধাবির এলেক্ট্রাতে গোল্ডেন গ্রুপ অব কোম্পানীজ-এর প্রধান কায্যালয়ে কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মফজল আহমদ এর সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন কোম্পানির পরিচালক মোহাম্মদ আনাস।

24ghonta-google-news

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আমিরাতে সফররত নুরে বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান নুরে বাংলা।

রোজার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন মাওলানা আলমগীর হোসেন, মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইসগ্যালারীর মালিক মোহাম্মদ সেলিম, আবুধাবির ব্যবসায়ী মোহাম্মদ ওসমান আলী, ব্যবসায়ী ও সংগঠক ছৈয়দ লুৎফর রহমান, মাওলানা মমতাজ উদ্দিন আল কাদেরী, ব্যবসায়ী মাহবুবুর রহমান প্রমুখ।

মাওলানা নুরে বাংলা নামাজ, রোজা, যাকাত ও ফিতরার তাৎপর্য তুলে ধরে রমজান মাসে নামাজ, কুরআন তেলোওয়াত ইবাদত বন্দেগীর পাশাপাশি সঠিক হিসেবে গরীব মিসকীন, এতিমদের যাকাত ও ফিতরা প্রদান করতে বলেন। তিনি যাকাত ফিতরার টাকা জংগী সংগঠন ও জংগী তৈরী হয় এমন প্রতিষ্ঠানে দিতে বারণ করেন।

পরে মিলাদ কিয়াম শেষে দেশ জাতি, প্রবাসী ও মুসলিম উম্মার কল্যান কামনা করে মোনাজাত করা হয়।

24ghonta-google-news
24ghonta-google-news